গঠনের পর থেকে ১৩ দিনে ৪শ’ অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন। বেশিরভাগ অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, যে পরিচয়েই গুম করা হোক, তাদের বিচার হবেই। বন্দিশালা পরিদর্শনে ভিকটিমদের বক্তব্যের সাথে মিল পাওয়া গেছে বলেও জানিয়েছে কমিশন। ১০ই অক্টোবর পর্যন্ত কমিশনে অভিযোগ দেয়া যাবে।