আসরটা খুব একটা ভালো যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের। গুজরাট টাইটান্সের বিপক্ষে নামার আগে চার ম্যাচে হার দেখেছিল তারা। সপ্তম ম্যাচে দুর্দান্ত ছিলেন দিল্লির বোলাররা। মুকেশ কুমার ও ইশান্ত শর্মাদের দাপুটে বোলিংয়ে গুজরাটকে শতরানের আগে গুটিয়ে দিয়ে ৬ উইকেটের জয় পেয়েছে রিশভ পান্টের দল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠায় দিল্লি। ১৭.৩ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় গুজরাট। রানতাড়ায় নেমে ৮.৫ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে অতিথি দল।
টসে হেরে ব্যাটে নেমে দিল্লি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি গুজরাট ব্যাটাররা। দলের মধ্যে সর্বোচ্চ রান করেছেন রশিদ খান। ২৪ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন তিনি। সাই সুদর্শন ৯ বলে ১২ রান এবং রাহুল তেওয়াতিয়া ১৫ বলে ১০ রান করেছেন। বাকীদের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।
দিল্লির ফাস্টবোলার মুকেশ কুমার ২.৩ ওভার বল করে ১৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। ইশান্ত শর্মা ২ ওভারে আট রান খরচায় দুটি এবং ত্রিস্টান স্টাভস ১ ওভারে ১১ রান খরচায় নেন দুই উইকেট।
রানতাড়ায় নেমে দিল্লির ব্যাটারদের কারো ইনিংসও লম্বা হয়নি। সর্বোচ্চ ২০ করেছেন জ্যাক ফ্রাসের। ১০ বলের ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কার মার। সাই হোপ ১০ বলে ১৯ এবং পান্ট ১১ বলে ১৬ রান করেন।
স্বাগতিকদের হয়ে সন্দীপ ওয়ারিয়র ২টি এবং স্পেন্সার জনসন ও রশিদ খান একটি করে উইকেট নেন।