গিলের পর ওয়াশিংটন-জাদেজার সেঞ্চুরি, সিরিজে টিকে থাকল ভারত | চ্যানেল আই অনলাইন

গিলের পর ওয়াশিংটন-জাদেজার সেঞ্চুরি, সিরিজে টিকে থাকল ভারত | চ্যানেল আই অনলাইন

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে চতুর্থ ম্যাচে নেমেছিল ইংল্যান্ড। ম্যানচেস্টার টেস্টে ভারতের চেয়ে এগিয়ে ছিল স্বাগতিক দল। তবে শুভমন গিলের সেঞ্চুরিতে ইংলিশদের জয়ের আশা ক্ষীণ হয় ভারত। পরে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরিতে ম্যাচ ড্র করেছে করেছে সফরকারী। তাতে পিছিয়ে থাকলেও সিরিজে টিকে থাকল ভারত।

ওল্ড ট্র্যাফোর্ডে পঞ্চম ও শেষ দিনে কেবল দুটি উইকেট নিতে পেরেছে ইংল্যান্ড। ভারত দিনের খেলা ও ম্যাচ শেষ করেছে ৪ উইকেটে ৪২৫ রানে। ৩১১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে এই সংগ্রহ স্কোর বোর্ডে যোগ করে সফরকারী দল। এর আগে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাটে নেমে ৩৫৮ রানে থামে ভারত। জবাবে প্রথম ইনিংসে ৬৬৯ রান করে ইংল্যান্ড।

৬৩ ওভারে ২ উইকেটে ১৭৪ রানে পঞ্চম দিনের খেলা শুরু করেন গিল ও লোকেশ রাহুল। ১৪ রান যোগ করার পর ১৮৮ রানে রাহুলের উইকেট হারায় ভারত। রাহুল ফেরেন ২৩০ বলে ৯০ রান করে। দলীয় ২২২ রানে ফিরে যান গিল। তার আগে ২৩৮ বলে ১০৩ রান করেন।

পঞ্চম উইকেট জুটিতে ওয়াশিংটন ও জাদেজা মিলে যোগ করেন অবিচ্ছিন্ন ২০৩ রান। ওয়াশিংটন ২০৬ বলে ১০১ রান এবং জাদেজা ১৮৫ বলে ১০৭ রান করেন।

ইংলিশদের হয়ে দ্বিতীয় ইনিংসে ক্রিস ওকস দুই উইকেট নেন। জোফরা আর্চার ও বেন স্টোকস নেন একটি করে উইকেট।

প্রথম ইনিংসে ব্যাটে নেমে ভারত ১১৪.১ ওভারে ৩৫৮ রানে থামে। সর্বোচ্চ ৬১ রান করেন সাই সুদর্শন। যশ্বী জয়সওয়াল ৫৮ এবং রিশভ পান্ট ৫৪ রান করেন। এছাড়া লোকেশ রাহুল ৪৬, শার্দুল ঠাকুর ৪১ এবং ওয়াশিংটন সুন্দর ২৭ রান করেন।

ইংলিশ বোলারদের মধ্যে বেন স্টোকস ২৪ ওভারে ৭২ রান খরচায় নেন ৫ উইকেট। জোফরা আর্চার নেন ৩ উইকেট।

জবাবে নেমে রুট ও স্টোকসের সেঞ্চুরিতে ৬৬৯ রান করে ইংল্যান্ড। ২৪৮ বলে ১৫০ রান করেন রুট। স্টোকস ১৯৮ বলে ১৪১ রান করেন। জ্যাক ক্রলি ১১৩ বলে ৮৪ এবং বেন ডাকেট ১০০ বলে ৯৪ রানে আউট হন। অলি পোপ করেন ১২৮ বলে ৭১ রান। শেষদিকে বাইডন কার্স ৫৪ বলে ৪৭ রান করেন।

প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা চার উইকেট নেন। জাসপ্রীত বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর নেন দুটি করে উইকেট।

আগামী ৩১ জুলাই ওভালে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল।

Scroll to Top