কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, জায়গাটির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় কোনো কর্তৃপক্ষের তেমন নজরদারি নেই। যে যেভাবে পারছেন, খালি জায়গা পেলেই পসরা সাজিয়ে বসছেন।
গতকাল সেখানে প্রথম ভ্রাম্যমাণ খাবারের দোকান বসিয়েছেন নাদিম মাহমুদ ও মাহবুবা আক্তার দম্পতি। হাঁসের মাংস ও চালের রুটি বিক্রি করছেন তাঁরা। রুটি ভাজার ফাঁকে মাহবুবা আক্তার বলেন, ‘আজ (গতকাল) প্রথম দিন বলে শুধু হাঁসের মাংস এনেছেন। সামনে আরও মুরগি, গরুর মাংস আনবেন। তিনি বলেন, ‘জায়গাটা ফাঁকা দেখে বসে পড়েছি। কারও অনুমতি লাগেনি, কেউ বাধাও দেয়নি।’
ভিউ পয়েন্টে বেড়াতে যাওয়া অনেকেই বলছেন, আগে এ জায়গায় উৎসব-পার্বণে মানুষ আসতেন, তখন সাময়িক কিছু ভ্রাম্যমাণ দোকান বসত। উৎসবের পর জায়গাটি আবার পরিষ্কার হয়ে যেত। তখন বেশির ভাগ দোকান ছিল শুকনো ও প্রক্রিয়াজাত খাবারের।
তাঁদের মতে, পুলিশ ও প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার কারণেই জায়গাটির পরিবেশ এখন এমন হয়েছে। এই জায়গা ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর অধীনে। ওই অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন ফুটপাত ও অবৈধভাবে দখল করা যেকোনো স্থানের বিরুদ্ধে। ভিউ পয়েন্টে সন্ধ্যার পর দোকান বসছে—এটা তাঁর নজরে এসেছে। মাত্র কয়েক দিন হলো তিনি দায়িত্ব নিয়েছেন, তাই এখনো ব্যবস্থা নিতে পারেননি। তবে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।