মোহালির ডিএসপি হরসিমরত সিং বল জানান, ঘটনাস্থল থেকে গিল এবং তাঁর ভাইকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পয়েন্ট ৩২ বোরের পিস্তল। গিল দাবি করেছেন, এটি একটি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র। তবে পুলিশের ভাষ্য, অস্ত্র লাইসেন্স থাকলেও জনসমক্ষে তা প্রদর্শন করা ভারতীয় আইনে একটি গুরুতর অপরাধ, বিশেষ করে যদি তা কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় ভারতীয় অস্ত্র আইনের অধীনে গিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সময় জিমে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও সংগ্রহ করা হচ্ছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে, সেখানে ঠিক কী ঘটেছিল।
