গানে নারী বিদ্বেষ, নিষিদ্ধ হতে পারে হানি-করণের গান! | চ্যানেল আই অনলাইন

গানে নারী বিদ্বেষ, নিষিদ্ধ হতে পারে হানি-করণের গান! | চ্যানেল আই অনলাইন

গানের কথার জন্য পাঞ্জাবি সংগীত জগতের দুই তারকা হানি সিং এবং করণ ঔজলা বর্তমানে আইনি জটিলতায় জড়িয়েছেন। তাদের সাম্প্রতিক গানে নারীবিদ্বেষমূলক ও অশ্লীল ভাষার ব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তারা।

পাঞ্জাব রাজ্য মহিলা কমিশন বিষয়টি স্বতঃপ্রণোদিত হয়ে আমলে নিয়ে আগামি ১১ আগস্ট দুজনকেই হাজিরার নির্দেশ দিয়েছেন।

১ আগস্ট মুক্তি পাওয়া করণ ঔজলার নতুন গান ‘এমএফ গাভ্রু’ নিয়ে শুরু হয় বিতর্ক। অভিযোগ উঠেছে, গানটিতে নারীদের প্রতি অবমাননাকর ও অশ্লীল মন্তব্য রয়েছে। এর জেরে মহিলা কমিশন পাঞ্জাবের ডিজিপিকে নির্দেশ দিয়েছেন, একজন সিনিয়র অফিসার দিয়ে বিষয়টি তদন্ত করতে।

হানি সিংয়ের ২০২৪ সালের অ্যালবাম ‘গ্লোরি’-এর একটি গান ‘মিলনিয়ার’ নিয়েও উঠেছে অশালীন ভাষার অভিযোগ। মহিলা কমিশন হানি সিংয়ের বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছেন এবং তাকে ১১ আগস্ট সকাল ১১টা ৩০ মিনিটে হাজিরা দিতে বলা হয়েছে। এই অ্যালবামটি টি-সিরিজ ব্যানারে প্রকাশিত হয়েছিল।

মহিলা কমিশনের চেয়ারপার্সন রাজ লালি গিল বলেন,“এ ধরনের ভাষা ব্যবহার যারা করে, তাদের কোনওভাবে সহ্য করা হবে না। তাই আমি দুজনকেই তলব করেছি। এই গানগুলো নিষিদ্ধ করা হবে।”

এসময় তিনি বলেন,“গায়করা সমাজের কণ্ঠস্বর। একদিকে তারা বলে মা’কে খুব ভালোবাসে, আর অন্যদিকে গানেই মাকে নিয়ে গালিগালাজ করে। এটা একেবারেই বরদাস্ত করা হবে না।”

জানা গেছে, বর্তমানে হানি সিং ও করণ ঔজলা বিদেশে অবস্থান করছেন। তবে এ বিষয়ে মহিলা কমিশন স্পষ্ট জানিয়েছে, যে করেই হোক তাদের ১১ আগস্টের শুনানিতে উপস্থিত থাকতে হবে।

এই প্রথম নয়- ২০২৪ সালে ‘মাখনা’ গান নিয়েও হানি সিং-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছিল মহিলা কমিশন। –ইন্ডিয়ান এক্সপ্রেস

Scroll to Top