কুষ্টিয়া, ১০ জুন – কুষ্টিয়ায় জব্দ করা বিলাসবহুল গাড়িটি ভারতে খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের বলে দাবি করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সেই সঙ্গে তিনি গাড়িটি ফেরত চেয়েছেন।
সোমবার (০৯ জুন) রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের “সাফিনা টাওয়ার” নামে একটি আটতলা ভবনের পার্কিং থেকে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের (ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০) গাড়িটি জব্দ করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি)।
ডরিন জানান, গাড়িটি তার বাবা কারো কাছে বিক্রি করেননি এবং তার বাবার মৃত্যুর পর থেকেই গাড়িটির কোনো খোঁজ ছিল না।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে ফোনে ডরিন বলেন, গত রাত থেকে গাড়িটির ছবি ও সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। গাড়ির নম্বরটি দেখে নিশ্চিত হয়েছি এটি বাবার গাড়ি। গাড়িটি আমাদের। আমরা এটি কারো কাছে বিক্রি করিনি। তবে গাড়িটি ওইখানে কেন, সেটাও জানি না।
তিনি আরও বলেন, আমার বাবা যে নৃশংসভাবে খুন হয়েছেন, তাতে আমাদের গাড়ির কথা মনেই ছিল না। ৫ আগস্টের ঘটনার পর আমরা আরও ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে গাড়িটা আমরা নিজেদের মধ্যে খোঁজাখুঁজি করছিলাম। নিজেদের মতো করেই এ নিয়ে খোঁজ নিচ্ছিলাম।
ডরিন আরও বলেন, আমার বাবার ডেথ সার্টিফিকেট ও ডিএনএ টেস্টের রিপোর্ট এখনো পাইনি। কিছুদিন আগেও ভারত থেকে ঘুরে এলাম। বাবার জানাজাটা পর্যন্ত হয়নি। এমন পরিস্থিতিতে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। যেহেতু বাবার হঠাৎ করেই এমন দুর্ঘটনা হলো, তারপর থেকে আমাদের মাথায় গাড়ির বিষয়টি ছিলই না।
গাড়ি পাওয়ার ব্যাপারে ডরিন আরও বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তবে আমাদের গাড়িটি ফিরে পেতে তাদের সহায়তা নেব।
কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফয়সাল মাহমুদ জানান, গাড়িটি জব্দ করে ওই ভবনমালিকের জিম্মায় রাখা হয়েছে। তবে গাড়িটি ঝিনাইদহের সাবেক এমপির কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাগজগুলো বিআরটিএ কর্মকর্তাদের মাধ্যমে যাচাই করা হবে। তবে অফিস ছুটি থাকায় তা সম্ভব হচ্ছে না। পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র : বাংলানিউজ