গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কের ছয় কর্মকর্তা ও কর্মচারীকে বদলি করেছে বন বিভাগ। বুধবার রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা দীপংকর বর।
জানা গেছে, সাফারি পার্কের ওয়াইল্ডলাইফ সুপারভাইজার আনিসুর রহমানকে রাজশাহীতে ও ফরেস্টার মো. হারুনুর রশিদকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। এ ছাড়া পার্কের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মো. মামুনকে ক্রাইম কন্ট্রোল ইউনিটে বদলি করা হয়েছে। বদলি হওয়া অন্য তিনজন সম্পর্কে কিছু জানা যায়নি।