নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও আলোচনা সভা। শনিবার (২০ জুলাই) জেলার কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের নরুন উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল গাজীপুর জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন। সভায় তিনি বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন আমাদের নৈতিক দায়। এ দায়িত্ব পালনে প্রতিটি নেতাকর্মীকে আরও সচেতন হতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “জুলাই-আগস্ট গণআন্দোলন আমাদের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সংগ্রাম চলবে।
আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ফকির সাইদ ইস্কান্দার জানু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য ওমর ফারুক শাফিন।
বক্তারা বলেন, রাজনৈতিক অস্থিরতা ও প্রাকৃতিক সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের মতো কর্মসূচি সময়োপযোগী ও প্রয়োজনীয়। শহীদের স্মরণে এমন কর্মসূচি দলের মানবিক অবস্থানকে তুলে ধরে।
আলোচনা শেষে কৃষকদলের নেতারা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এতে গাজীপুর জেলা বিএনপিযুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।