গাজীপুরে বোতাম কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ | চ্যানেল আই অনলাইন

গাজীপুরে বোতাম কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানার আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে কারখানার এক কর্মী নিহত হয়েছেন। পুড়ে গেছে প্লাস্টিক পণ্য, কেমিক্যালসহ বিভিন্ন মালামাল।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে এম এন্ড ইউ ট্রিমস্ নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার দুপুর ২টার দিকে হঠাৎ এম এন্ড ইউ ট্রিমস নামে ওই কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কারখানার ভেতর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

GOVT

Shoroter Joba

Scroll to Top