গাজীপুরে দুটি মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা, যানচলাচল বন্ধ

গাজীপুরে দুটি মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা, যানচলাচল বন্ধ

বকেয়া বেতন এবং কারখানা শ্রমিককে মারধরের ঘটনায় গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এতে এই দুই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টা থেকে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

অপরদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মৌচাকে অবস্থিত গ্লোবাস কারখানার শ্রমিককে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তাদের আন্দোলনের ফলে আশপাশের অন্তত ১৫ টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।

এছাড়া নান্দুন, কড্ডা বাজার কেমিও ইউএসএ নীটওয়‍্যার লিঃ কারখানার শ্রমিকরা বকের বেতনের দাবিতে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, সকাল ৭টা থেকে শ্রমিকরা গত মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করছে। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা চলছে।

দুই মহাসড়কে যানচলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাতায়াতকারীরা। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। শ্রমিক বিক্ষোভের কারণে মৌচাকের আশপাশের সব কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Scroll to Top