গাজীপুরে ছিনতাই ও অপহরণের ঘটনায় ৬ জন গ্রেফতার

গাজীপুরে ছিনতাই ও অপহরণের ঘটনায় ৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই ও অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

গাজীপুরে ছিনতাই ও অপহরণের ঘটনায় ৬ জন গ্রেফতার

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের আইনুরের ছেলে রানা (২৫), শরিয়তপুরের আতর আলী ফকির চাঁদের ছেলে শাওন ওরফে কোরবান (৩২), গাজীপুরের মাজুখানের জাকিরের ছেলে জুনায়েদ (২০), ঠাকুরগাঁওয়ের সুজাতের ছেলে তুষার (২৪), গাজীপুরের পদহারবাইদ গ্রামের হিমেল মিয়া (২৯) এবং একই এলাকার মৃত জিয়াউলের স্ত্রী সেলিনা (৪৯)।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর মহানগর পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গেল ১১ অক্টোবর সকালে পূবাইল থানার মাজুখান রেলগেট এলাকায় মোটরসাইকেলচালক সেলিম চৌধুরীকে রাইড শেয়ার করার কথা বলে একদল অজ্ঞাতনামা ব্যক্তি আটক করে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তারা সেলিমের মোটরসাইকেল (Discover 110 সিসি), মোবাইল ফোন এবং টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে একটি অজ্ঞাতনামা বাড়িতে আটকে মারধর করে মুক্তিপণ দাবি করে। এরপর সেলিম চৌধুরীকে হাত-পা বেঁধে রেখে পালিয়ে যায়।

ভুক্তভোগী সেলিম চৌধুরী পূবাইল থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রথমে মাজুখান এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার চেরাগআলী এলাকা থেকে আরো দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযানে ছিনতাই হওয়া মোটরসাইকেল, মোবাইল ফোন এবং একটি ধারালো সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। পরে কালীগঞ্জের বক্তারপুর এলাকা থেকে তাদের আরেক সহযোগীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূবাইলসহ বিভিন্ন থানায় ছিনতাই, চুরি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

পলাতক ডাকাত সর্দার ইকবালকে গ্রেফতার করেছে র‌্যাব

Scroll to Top