এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এক মাসের বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুর মহানগরীর জিরানি ও চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ২টি কারখানার শ্রমিকরা।
আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার সকাল থেকে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে গাজীপুর মহানগরীর জিরানী ও চক্রবর্তী এলাকায় ডরিন ফ্যাশন লিমিটেড ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ করছেন। অবরোধের কারণে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ আছে।
শ্রমিকরা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছে। এরমধ্যে আরএমজি কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।
অন্যদিকে, জিরানি ডরিন ফ্যাক্টরির ১৪ জন স্টাফ সাটাই ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে একই মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন ওই কারখানার শ্রমিকরা। টানা অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রী ও চালকরা।

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণে যৌথ বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
