গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা | চ্যানেল আই অনলাইন

গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা | চ্যানেল আই অনলাইন

গাজায় চলমান যুদ্ধ ও ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের দমন-পীড়নের প্রতিবাদে ইসরায়েলি নাগরিকদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু পার্লামেন্টে অনুমোদিত এক আইনে স্বাক্ষর করে এই সিদ্ধান্ত কার্যকর করেন।

মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যার বিরুদ্ধে মালদ্বীপ সরকারের কঠোর অবস্থানই এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। মালদ্বীপ আবারও ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে। প্রেসিডেন্টের মুখপাত্র জানান, এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

ইসরায়েলি নাগরিকদের নিষিদ্ধ করার এ সিদ্ধান্ত এমন সময় এলো, যখন মালদ্বীপ বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতে মাত্র ৫৯ জন ইসরায়েলি পর্যটক মালদ্বীপ সফর করেছিলেন, যেখানে একই সময়ে মোট বিদেশি পর্যটকের সংখ্যা ছিল প্রায় ২ লাখ ১৪ হাজার।

Scroll to Top