ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার নাসের হাসপাতালে চার সাংবাদিকসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়াও এই হামলায় আহত হয়েছে কয়েক ডজন সাধারণ মানুষ।
সোমবার (২৫ আগস্ট) আল-জাজিরার লাইভ আপডেট প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে বার্তা সংস্থা রয়টার্সের ফটোসাংবাদিক হোসাম আল-মাসরি, আল-জাজিরার ফটোসাংবাদিক মোহাম্মদ সালামা, দ্য ইন্ডিপেন্ডেন্ট আরবি এবং অ্যাসোসিয়েটেড প্রেস এর মারিয়াম আবু দাকা এবং এনবিসি নেটওয়ার্কের মোয়াজ আবু তাহা।
হামাস পরিচালিত সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রাথমিক হামলায় বেশ কয়েকজন নিহত হন এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় অন্যরা মারা যান।
ইসরায়েলের এই হামলা বন্ধের দাবি জানিয়ে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, চিকিৎসা কেন্দ্রগুলোতে হামলা বন্ধ করতে হবে। এগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে এবং জরুরি চিকিৎসাসেবা ও খাদ্য সরবরাহ প্রবেশ বন্ধ না করারও দাবি জানান তিনি।
তিনি বলেন, ইসরায়েলি বাহিনী মূলত গাজা উপত্যকার নাগরিকদের জীবনের সকল দিক ধ্বংস করতে চায়। এই নৃশংস বাহিনী বিশ্বের সামনে সরাসরি অপরাধ করছে।