জেরুজালেম, ১৮ জুলাই – গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
বৃহস্পতিবার গাজা শহরের হলি ফ্যামিলি গির্জায় চালানো এই হামলায় আহত একজনের ওপর সংকটাপন্ন।
হামলায় গির্জার যাজকও আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ল্যাটিন প্যাট্রিয়ার্কেট জেরুজালেম।
এদিকে দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৩ নারী ও ১ শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। নাসের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে, তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ আল মাওয়াসিতে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে।
অন্যদিকে বুধবার ও বৃহস্পতিবার সিরিয়ায় যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়ে এই অঞ্চলকে আরো ঝুঁকির মধ্যে ফেলেছে ইসরায়েল। তেল আবিব বলছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুওয়াইদায় সংখ্যালঘু দ্রুজদের রক্ষা করতে এই হামলা চালানো হচ্ছে। যদিও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, ইসরায়েল এখানে সংঘাত ও বিভাজনের বীজ বপনের চেষ্টা করছে।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১৮ জুলাই ২০২৫