বুধবার দক্ষিণ গাজার রাফাহ শহরে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা।
আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ভোর থেকে ছিটমহলের বেশ কয়েকটি এলাকায় কমপক্ষে ২৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
গাজা শহর এবং উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে নতুন করে এ হামলা হয়েছে।
তীব্র বোমা হামলার পর জাবালিয়া শরণার্থী ক্যাম্প থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। শুধু গুলিই নয়, আবাসন আল-কাবিরা শহরের নিকটবর্তী খান ইউনিসে কামান হামলাও চালানো হয়েছে।
মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের পাশাপাশি বুরেজ শিবিরেও আর্টিলারি হামলার খবর পাওয়া গেছে।