যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্য গাজায় দুর্ভিক্ষকে ‘মানবসৃষ্ট সংকট’ বলে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার ২৮ আগস্ট জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্য গাজায় দুর্ভিক্ষকে ‘মানবসৃষ্ট সংকট’ বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহার ব্যবহার নিষিদ্ধ বলেও তারা সতর্ক করে দিয়েছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাকি ১৪টি সদস্য দেশ এক যৌথ বিবৃতিতে, গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি, হামাস এবং অন্যান্য গোষ্ঠী কর্তৃক আটক সকল বন্দীর মুক্তি, গাজা জুড়ে সাহায্যের পরিমাণ ব্যাপকহারে বৃদ্ধি এবং ইসরায়েলকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে সাহায্য সরবরাহের উপর সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।