গাজায় দুদিনের যুদ্ধবিরতির প্রস্তাব মিসরের – DesheBideshe

গাজায় দুদিনের যুদ্ধবিরতির প্রস্তাব মিসরের – DesheBideshe

গাজায় দুদিনের যুদ্ধবিরতির প্রস্তাব মিসরের – DesheBideshe

জেরুজালেম, ২৮ অক্টোবর – ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় যুদ্ধ শেষ করার আলোচনা এগিয়ে নিতে ইসরায়েল ও হামাসের মধ্যে দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধবিরতি হলে হামাস চারজন জিম্মিকে মুক্তি দেবে এবং বিনিময়ে ইসরায়েলও কয়েকজন ফিলিস্তিনি কারাবন্দীকে ছেড়ে দেবে।

গতকাল রবিবার এই প্রস্তাব দেন মিসরের প্রেসিডেন্ট। আলজাজিরা, ডেকান ক্রনিক্যাল, এএফপিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, প্রস্তাবে কিছু ফিলিস্তিনি বন্দীর মুক্তি এবং অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রদান অন্তর্ভুক্ত রয়েছে। এটির লক্ষ্য হলো ‌গাজায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়নের পথ তৈরি করা।

তবে এই প্রস্তাব গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের কাছে উপস্থাপন করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দেননি সিসি।

মিসরের রাজধানী কায়রোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিসি জানান, এই দুই দিনের যুদ্ধবিরতিতে হামাস চারজন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে দেবে। বিপরীতে ইসরায়েলও তাদের কারাগারে বন্দী নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিদের মুক্তি দেবে। এর পরবর্তী ১০ দিনের মধ্যে ব্যাপক আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হবে।

সিসির এই পরিকল্পনার ব্যাপারে এখনো ইসরায়েল ও হামাস কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

তবে মিসরের এই প্রচেষ্টার সঙ্গে ওয়াকিবহাল একজন ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, হামাস এই পরিকল্পনায় সায় দেবে বলে তিনি আশাবাদী। তবে যেকোনো চুক্তি যাই হোক গাজায় হামলা সম্পূর্ণ বন্ধ করে ইসরায়েলকে তার সেনা সরিয়ে নিতে হবে।

এমন এক সময়ে আবদেল ফাত্তাহ আল-সিসির এই প্রস্তাব এলো যখন ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে যুক্ত হয়েছে এবং সম্প্রতি ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, হামাস ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা বারবার থমকে গেছে। হামাস পূর্বশর্ত হিসেবে ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে বের করে দিতে চায়। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে ধ্বংস না করা পর্যন্ত তারা থাকবে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৮ অক্টোবর ২০২৪

Scroll to Top