গাজায় একদিনে আরও ১০০ ফিলিস্তিনির মৃত্যু

গাজায় একদিনে আরও ১০০ ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৪ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শতাধিক মৃত্যুর মধ্যে ১০ জনের মুত্যু হয়েছে অনাহারে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সর্বশেষ অনাহারে মৃত্যুর ফলে অপুষ্টিতে মৃতের সংখ্যা ১১১ জনে দাঁড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এই বছর এখন পর্যন্ত অপুষ্টিতে মারা যাওয়াদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী ২১ জন শিশু রয়েছে। তারা জানিয়েছে, মার্চ থেকে মে মাসের মধ্যে প্রায় ৮০ দিন ধরে তারা কোনো খাবার সরবরাহ করতে পারেনি এবং খাদ্য সরবরাহ আবারও শুরু করা এখনও প্রয়োজনের তুলনায় অনেক কম।

এক বিবৃতিতে, মার্সি কর্পস, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল এবং রিফিউজি ইন্টারন্যাশনালসহ ১১১টি সংস্থা বলেছে, গাজার বাইরে টন টন খাদ্য, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও ব্যাপক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। সেখানে সাহায্যকারী গোষ্ঠীগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আযম বলেছেন, গাজায় ক্ষুধা বোমার মতো মারাত্মক হয়ে উঠেছে। পরিবারগুলো আর অন্য কিছু চাচ্ছে না। তিনি আরও বলেন, গাজায় একটি ধীর, বেদনাদায়ক মৃত্যু ঘটছে, ইসরায়েলি সামরিক বাহিনীর দ্বারা একটি পরিকল্পিত দুর্ভিক্ষ ঘটানো হচ্ছে।

জাতিসংঘ এবং গাজায় খাদ্য সরবরাহের চেষ্টাকারী গোষ্ঠীগুলো বলছে, গাজার ভিতরে এবং বাইরে যা কিছু আসে ইসরায়েল তা নিয়ন্ত্রণ করে, সরবরাহ বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সেনারা মে মাস থেকে সাহায্য বিতরণ কেন্দ্রের কাছে শত শত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

ডব্লিউএইচও এর প্রতিনিধি রিক পিপারকর্ন বলেছেন, খাদ্য সংকট এতটাই চরম যে সাংবাদিক, শিক্ষক এমনকি তাদের নিজস্ব কর্মীরা তাদের কাজ করতে পারছে না।

Scroll to Top