জেরুজালেম, ১৮ এপিল – গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরাইলের নৃশংস বিমান হামলায় একই পরিবারের ১০ সদস্য একসঙ্গে মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরাইলের হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। শুক্রবার গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, আমাদের কর্মীরা ১০ জনের মরদেহ এবং অনেক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকার খান ইউনিসের পূর্ব দিকের বানি সুহাইলা এলাকায় ইসরাইলি দখলদারি বাহিনীর হামলার শিকার হওয়া বারাকা পরিবারের বাড়ি ও আশপাশের বাড়িগুলো থেকে তাদের উদ্ধার করা হয়েছে।
বাসাল পরে ঘোষণা দিয়েছেন যে উত্তরাঞ্চলীয় গাজার তাল আল-জাতার এলাকায় আলাদা আরেকটি হামলা হয়েছে। দুটি বাড়িতে এ হামলার ঘটনায় সিভিল ডিফেন্সের কর্মীরা পাঁচটি মরদেহ উদ্ধার করেছে।
ইসরাইলি সেনাবাহিনী এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৪০ জন বাসিন্দা নিহত হওয়ার খবর জানিয়েছিল সিভিল ডিফেন্স। নিহতদের বেশিরভাগই বিভিন্ন আশ্রয়শিবিরের বাসিন্দা ছিলেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অভিযানের নামে বর্বর হামলা চালিয়ে এখন পর্যন্ত ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে। আহত করেছে অন্তত এক লাখ ১৫ হাজারেরও বেশি মানুষকে। গত ১৮ মার্চ থেকে লঙ্ঘন করে ইসরাইলের অমানবিক হামলা এখনো চলছে।
সূত্র: যুগান্তর
আইএ/ ১৮ এপিল ২০২৫