এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চলে ইসরায়েলি নৌবাহিনীর হাতে নিহত হয়েছে একজন ফিলিস্তিনি জেলে।
আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ১৪ মার্চ দক্ষিণ রাফাহ্ এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক ও গানবোটের গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। গাজায় যুদ্ধবিরতি এপ্রিল পর্যন্ত বাড়াতে এবং ওই ভূখণ্ড যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৮ হাজার ৫২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ১ লাখ ১১ হাজার ৯৫৫ জন।