গাছের পাতায় এক বর্ণিল মথ

গাছের পাতায় এক বর্ণিল মথ

ওই পতঙ্গের ছবি পাঠিয়ে জানতে চাইলে পাখি ও বন্য প্রাণী চিকিৎসাবিশেষজ্ঞ আ ন ম আমিনুর রহমান বলেন, এটা আসলে অ্যাটলাস মথ। দেখতে রঙিন প্রজাপতির মতো হলেও অ্যাটলাস হলো এক প্রজাতির মথ। দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিবাসী এই মথের লালচে দেহের ওপর বিশাল আকারের ডানায় রয়েছে লালচে-বাদামি, গোলাপি, সাদা ও কালো রঙের জটিল নকশা। এই মথ শিকারিদের কাছ থেকে নিজেদের রক্ষা করার জন্য তীব্র গন্ধযুক্ত স্প্রে করে। প্রসারিত অবস্থায় অ্যাটলাস মথের ডানা ১০ থেকে ১২ ইঞ্চি লম্বা হয়। বিশ্বের বড় মথের তালিকায় এর অবস্থান তৃতীয়।

Scroll to Top