গাইবান্ধা-৫ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৯ প্রার্থী

গাইবান্ধা-৫ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৯ প্রার্থী

প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মাহমুদ হাসান, জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ, বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ, সৈয়দ মাহবুবুর রহমান, এইচ এম এরশাদ, শাহ আবু বকর সিদ্দিক, শহিদুল ইসলাম ও সৈয়দ বেলাল হোসেন।

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মৃত্যুর আগে ছয় মাসের বেশি সময় ধরে অসুস্থ ছিলেন। ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রত্যাহার ২২ সেপ্টেম্বর ও পরের দিন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১২ অক্টোবর ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Scroll to Top