গলফ কান্ডে বিশ্বকাপ শেষ জশ ইংলিসের

গলফ কান্ডে বিশ্বকাপ শেষ জশ ইংলিসের
গলফ কান্ডে বিশ্বকাপ শেষ জশ ইংলিসের

ক্রিকেটারদের অনুশীলনে ফুটবল খেলা ও অবসরে গলফ খেলাটা পুরনো কিছু না। অনেক ক্রিকেটারকেই অবসরে গলফ খেলতে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে যা দেখতে পায় ভক্ত-সমর্থকরা। এমন এক গলফ সেশনেই বিপদ বাধিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস।

গেল বুধবার ছুটি পেয়েছিল অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা। সেই ছুটিতেই পছন্দের গলফ খেলতে গিয়েছিলেন ইংলিস। সেখানে বাধে বিপত্তি। অসাবধনতা বশত তার হাত কে’টে যায়। যার জেরে বিশ্বকাপ শেষ ইংলিসের।

জশ ইংলিস অবশ্য একা নন, যার বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে। শ্রীলঙ্কার ৩, ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের ১ জন করে ক্রিকেটারও ছিটকে গেছে।

এই ৫ জনের বিকল্প তাদের দল খুজে নিলেও অস্ট্রেলিয়া এখনও জশ ইংলিসের বিকল্প খুজে নেয়নি।

এমনিতে এই উইকেটরক্ষক ব্যাটার দলের মূল উইকেটরক্ষক নন। অভিজ্ঞ ম্যাথু ওয়েডেরই গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোর কথা।

জশ ইংলিসের ছিটকে যাবার পর শিকে ছিড়তে পারে অ্যালেক্স ক্যারি, এন ম্যাকডরমট, ক্যামেরুন গ্রিন বা জশ ফিলিপসের।

Scroll to Top