গরুচোর সন্দেহে চুন-বালুর পানি খাইয়ে মারা হলো হেলালকে
এবার মব জাস্টিসের শিকার হলেন হেলাল উদ্দিন। গরুচোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয় হেলাল উদ্দিনকে। এই ব্যক্তি দিনমজুর হিসেবে কাজ করতেন। যেই উপজেলার মানুষ তাকে পিটিয়ে মেরেছে সেই উপজেলায় বাস করতেন এই ব্যক্তি।