গভীর রাতে দেশে ফিরে সকালেই ভুটান গেলেন ঋতুপর্ণা ও মনিকা | চ্যানেল আই অনলাইন

গভীর রাতে দেশে ফিরে সকালেই ভুটান গেলেন ঋতুপর্ণা ও মনিকা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মিয়ানমার থেকে রোববার গভীর রাতে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল। রাতেই তাদের জন্য সংবর্ধনার আয়োজন করে বাফুফে। আনুষ্ঠানিকতা শেষ করে ভোরেই ভুটানের ফ্লাইট ধরেছেন দুই ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। ভুটান সময় সকাল সাড়ে দশটায় তারা ভুটানের পারোতে পৌঁছেছেন।

২০২৬ এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে মিয়ানমার থেকে বাংলাদেশের মেয়েরা রাত পৌনে দুইটায় ঢাকায় পৌঁছায়। রাত সোয়া তিনটায় হাতিরঝিলে শুরু হয় পূর্ব নির্ধরিত সংবর্ধনা অনুষ্ঠান। ৪৫ মিনিটের অনুষ্ঠান শেষে অন্য ফুটবলারদের সঙ্গে ঋতুপর্ণা ও মনিকা যান বাফুফে ভবনে। সেখানেও তারা ঘণ্টা দুয়েকের বেশি বিশ্রামের সময় পাননি। আবার এয়ারপোর্টে ছুটতে হয়েছে ভুটানের ফ্লাইট ধরতে।

ঋতুপর্ণা ও মনিকাসহ বাংলাদেশের চার জন খেলছেন ভুটানের ঘরোয়া লিগে পারো এফসিতে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তারা। পারো এফসিতে বাংলাদেশের নারী দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ও সুমাইয়া মাতসুশিমাও খেলছেন।

বাংলাদেশের মোট ১০ ফুটবলার খেলছেন ভুটানের ৩ ক্লাবে। ট্রান্সপোর্ট ইউনাইটেডে মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, রূপনা চাকমা এবং থিম্পু সিটি এফসিতে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।

Scroll to Top