তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলা! আজকে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি। কলকাতায় গতকালের তুলনায় সামান্য কমেছে তাপমাত্রার পারদ। গতকাল, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার সল্টলেকের তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। ব্যারাকপুর ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। দমদম ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বসিরহাটে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় ‘সিভিয়ার হিট ওয়েভ’-এর সতর্কতা দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে প্রচণ্ড তাপপ্রবাহের পূর্বাভাস। তাপপ্রবাহ চলবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে আগামিকাল বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রামে চরম তাপপ্রবাহের সতর্কতা। বৃহস্পতিবার ২০ এপ্রিল দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। শুক্রবার ২১ এপ্রিল বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা থাকবে। বাকি জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে।
শনিবার বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি হবে, নীচের দিকের সমতল এলাকায় চলবে তাপপ্রবাহ
আগামিকাল থেকেই দার্জিলিঙে হাওয়া বদল। দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে।
শনিবার বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি হবে, নীচের দিকের সমতল এলাকায় চলবে তাপপ্রবাহ
আগামিকাল থেকেই দার্জিলিঙে হাওয়া বদল। দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে।
Published by:Rukmini Mazumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Summer 2023