গণিতে আগ্রহ বাড়াবে এই উৎসব

গণিতে আগ্রহ বাড়াবে এই উৎসব

আয়োজকেরা জানান, ঢাকা আঞ্চলিক পর্বের বিজয়ীদের ফলাফল আগামী দুই দিনের মধ্যে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ পর্বের বিজয়ীদের নিয়ে ২৮ জানুয়ারি (মঙ্গলবার) বেলা তিনটায় মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উল্লেখ্য, চলতি বছর জুলাইয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ দল নির্বাচন করা হবে। এ লক্ষ্যে সারা দেশ থেকে অনলাইনে প্রায় ৭৬ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছে।

নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনলাইন বাছাই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় এবং বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে এখন ১৫টি শহরে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হলো। এখনো তিনটি আঞ্চলিক উৎসব বাকি রয়েছে। আগামীকাল শনিবার সিলেটে ও আগামী ৩১ জানুয়ারি ময়মনসিংহ ও ফেনী অঞ্চলের উৎসব হবে।

Scroll to Top