কোন গণমাধ্যমের সম্পাদকের বিরুদ্ধে মামলা মানে স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের পথকে রুদ্ধ করা। এই ধরনের মামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান।
রোববার (১৬ মার্চ) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এই কথা বলেন।
তারা বলেন, বিগত সময়ে আমরা দেখেছি গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য মামলা করা হতো। জুলাই গণঅভ্যুত্থানের পরও একই কায়দায় মামলা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া হাউজে চাপ প্রয়োগ করে সংবাদ সরিয়ে নিতে বাধ্য করা, চাপ দিয়ে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। এসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে গণঅধিকার পরিষদ।
প্রসঙ্গত, ইনকিলাব, ঢাকা পোস্ট ও ডেইলি ক্যাম্পাসের সম্পাদকের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর মামলা করেছেন। আজকে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।