গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন

গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

রোববার (১৫ জুন) বিকেল ৫টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আজ বাদ এশা এলিফ্যান্ট রোডের মসজিদে মনোয়ারায় মোস্তফা মোহসীন মন্টুর প্রথম জানাজা। সোমবার সকাল ৯টায় কেরানীগঞ্জে ২য় জানাজা। শেষে বাদ জোহর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মোস্তফা মোহসীন মন্টু ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসন থেকে অংশ নেন। এরপর তৎকালীন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে নিজেরা বেরিয়ে আলাদা গণফোরাম করেন। সেই অংশের সভাপতি ছিলেন তিনি।

Scroll to Top