গণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো

গণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’-তে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শোগণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে জাতীয় সংগীতের মাধ্যমে এই আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে ‘হিরোস উইদাউট কেপস : প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ চলচ্চিত্র প্রদর্শিত হয়।

এরপর পরিবেশিত হয় জুলাইয়ের গান ও কনসার্ট। গান পরিবেশন করেন শিল্পী সেজান, তাশফি ও সানি এবং ব্যান্ডদল-রেপার কালেক্টিভ ও আর্টসেল।

আ.লীগ নেতাদের ভারতে আশ্রয় নিয়ে যা বললেন মমতা

জুলাইয়ের গান শেষে প্রদর্শিত হয় জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক ‘ড্রোন শো’।

Scroll to Top