গণঅধিকার পরিষদ-জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষ-উত্তেজনা | চ্যানেল আই অনলাইন

গণঅধিকার পরিষদ-জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষ-উত্তেজনা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর পল্টন মোড়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। মিছিলটি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত হয়েছিল। জাতীয় পার্টির নেতাকর্মীরা এ হামলা করেছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ।

এরপর থেকেই জাতীয় পার্টি নিষিদ্ধ এবং জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে নুরুল হক নুরের নেতৃত্বে মশাল মিছিল করেছে গণঅধিকারের নেতাকর্মীরা। এ ঘটনায় এখনও উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আবু হানিফ বলেন, জাতীয় পার্টির অফিসের সামনে থেকে দুই থেকে তিনশত লোক হামলায় অংশ নেন। হামলায় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা জড়িত ছিলেন। ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। এক পর্যায়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মী ও সমর্থকরা প্রতিরোধ করে হামলাকারীদের দমন করেন।

নিরাপত্তাজনিত কারণে জাতীয় পার্টির অফিস ঘিরে রেখেছেন সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Scroll to Top