খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি আছে: হকির নতুন কোচ | চ্যানেল আই অনলাইন

খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি আছে: হকির নতুন কোচ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এবছরের শেষদিকে যুব বিশ্বকাপ হকিতে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। আসর ঘিরে পরিকল্পনা জানাতে এবং হকির নতুন কোচ নিয়োগ নিয়ে রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হকি ফেডারেশনে। পরিচয় করিয়ে দেয়া হয় নেদারল্যান্ডসের থেকে আসা কোচ সিগফ্রিড আইকম্যানকে।

খেলোয়াড়দের সম্পর্কে কোচের পর্যবেক্ষণ জানতে চাওয়া হয়। সিগফ্রিড আইকম্যান জানালেন, খেলোয়াড়দের ফিটনেসে সন্তুষ্ট নন। বলেছেন, ‘খেলোয়াড়দের যে ফিটনেস আছে তা সন্তোষজনক নয়। তাদের ফিটনেস আরও বাড়াতে হবে। আপাতত এ ফিটনেস নিয়ে আসরে খুব বেশি ভালো করার সুযোগ নেই।’

অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও কোরিয়ার গ্রুপে। বাংলাদেশ গ্রুপের সবচেয়ে কমশক্তির দল। তারপরও আশাবাদী ডাচ কোচ।

আইকম্যান মূলত সিনিয়র দলকে কোচিং করান। সেখান বাংলাদেশে অনূর্ধ্ব-২১ দলের দায়িত্ব নেয়া প্রসঙ্গে বললেন, ‘চ্যালেঞ্জ ও হকি উন্নয়ন দুটোই আমার পছন্দ। অনূর্ধ্ব-২১ দল মূলত হকির উন্নয়নের জায়গা। তারাই আগামীর ভবিষ্যত। বাংলাদেশ প্রথমবার বিশ্ব পর্যায়ে খেলবে তাই এখানে এলাম।’

বাংলাদেশ হকির ক্যাম্পে ৪০-এর বেশি খেলোয়াড় আছেন। আগামী মাসে নতুন কোচ দলের সাথে যোগ দেয়ার সময় সেটা কতজন থাকবে আপাতত বলতে পারলেন না। সেসময় খেলোয়াড়দের ফিটনেস দেখে দল ঠিক করবেন সিগফ্রিড আইকম্যান।

Scroll to Top