খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে আহাদ ও আবদুল্লাহ নামে দুই শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে।

সোমবার সকালে তেতুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাদের দুজনের বয়সই তিন বছর।

আহাদ ওই গ্রামের রুবেল মিয়া এবং আদুল্লাহ একই গ্রামের পিয়াসের ছেলে। তারা একে অপরের চাচাত ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলছিল আহাদ ও আবদুল্লাহ। হঠাৎ পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় তারা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাদের ডোবার পানি থেকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Scroll to Top