চলমান এনসিএলের টায়ার টুতে বরিশালের বিপক্ষে নিজেদের ভেন্যুতে রাজশাহী ৯৫ রানের পিছিয়ে থেকে শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা। আরেক ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে স্বাগতিক খুলনার লিড ৮৩ রানের।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগেরদিন ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে বরিশালের সংগ্রহ ছিল ২৬৯ রান। আজ এর সঙ্গে আর ১২ রান যোগ করতেই গুটিয়ে যায় দলটি। বল হাতে রাজশাহীর নাহিদ রানা ৪০ রান খরচায় তুলে নেন সর্বোচ্চ ৪ উইকেট।
প্রথম ইনিংসে বরিশালের করা ২৮১ রানের জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ঘরের দল রাজশাহী। এখনও তারা পিছিয়ে আছে আরও ৯৫ রানে।
উইকেটকিপার ব্যাটার প্রিতম কুমার ৬১ রানে অপরাজিত। ২২ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন সানজামুল ইসলাম। দিনের শেষ দিকে এই জুটির কল্যাণে স্কোরবোর্ডে যোগ হয় পঞ্চাশ রান। এর আগে জুনায়েদ সিদ্দিকীর ব্যাট থেকে আসে ৩২ রান। ফরহাদ রেজা আউট হন ১৫ রান করে।
অপরদিকে, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঘরের দল আগেরদিনই প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ১৩১ রানে। জবাব দিতে নেমে ঢাকা মেট্রোর ইনিংস সমাপ্ত ১৫৬ তে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষ সেশনে পাঁচ উইকেট হারায় খুলনা বিভাগ।
ওপেনার প্রান্তিক নওরোজ নাবিলের ফিফটির সুবাদে স্কোরবোর্ডে খুলনা অবস্থা ১০৮/৫। এখন পর্যন্ত খুলনা বিভাগের লিড ৮৩ রানের; হাতি বাকি পাঁচ উইকেট। উইকেটে অপরাজিত জিয়াউর রহমান (১) ও টিপু সুলতান (৬)।