খুলনায় ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদাবাজির মামলায় দুই পুলিশ কর্মকর্তা ও এক নারীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের জেল দেওয়া হয়েছে। খুলনা যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম মনিরুজ্জামান গতকাল সোমবার বিকেলে এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সিফাত উল্লাহ (৩০), এএসআই মিরান উদ্দিন (৩৮) ও নগরের প্রান্তিকা আবাসিক এলাকার ভাড়াটিয়া ফাতেমা বেগম (৪৪)। সিফাত খুলনা সদর থানায় এবং মিরান সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত ছিলেন। চাঁদাবাজির অভিযোগ ওঠার পর তাঁদের পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছিল।