খুলনায় চাঁদাবাজির মামলায় দুই এএসআইসহ তিনজনের কারাদণ্ড

খুলনায় চাঁদাবাজির মামলায় দুই এএসআইসহ তিনজনের কারাদণ্ড

খুলনায় ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদাবাজির মামলায় দুই পুলিশ কর্মকর্তা ও এক নারীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের জেল দেওয়া হয়েছে। খুলনা যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম মনিরুজ্জামান গতকাল সোমবার বিকেলে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সিফাত উল্লাহ (৩০), এএসআই মিরান উদ্দিন (৩৮) ও নগরের প্রান্তিকা আবাসিক এলাকার ভাড়াটিয়া ফাতেমা বেগম (৪৪)। সিফাত খুলনা সদর থানায় এবং মিরান সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত ছিলেন। চাঁদাবাজির অভিযোগ ওঠার পর তাঁদের পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছিল।

Scroll to Top