বিপিএলে চতুর্থ ম্যাচে এসে আসরে প্রথম জয় পেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। নিজেদের পঞ্চম ম্যাচেও জয়ের ধারা বজায় রাখলো দলটি। খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে আরিফুল হকের দল। অন্যদিকে টানা দুই ম্যাচে হার দেখল খুলনা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার দিনের প্রথম ম্যচে টসে হেরে আগে ব্যাটে নামে সিলেট। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৮২ রান তোলে স্বাগতিক দলটি। জবাবে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৭৪ রানে থামে খুলনার ইনিংস। চার ম্যাচে খুলনার দ্বিতীয় হার এটি।
সিলেটের হয়ে ব্যাট হাতে দারুণ করেন জাকির হাসান ও রনি তালুকদার। ৩টি চার ও ছয়টি ছক্কায় ৪৬ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন জাকির। পাঁচটি চার ও দুই ছক্কায় ৪৪ বলে ৫৬ রান করেন রনি তালুকদার। এছাড়া অ্যারন জোন্স ৬ বলে ২০ রান এবং আরিফুল হক ১৩ বলে ২১ রান করেন।
খুলনা হয়ে আবু হায়দার রনি ও জিয়াউর রহমান দুটি করে উইকেট নেন।
জবাবে নেমে খুলনা ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। উইলিয়াম বোসিস্তো ৪০ বলে ৪৩ রান করেন। ১৮ বলে ৩৩ রান করেন মোহাম্মদ নাওয়াজ। মাহিদুল ইসলাম অঙ্কন ১৬ বলে ২৮ রান করেন। আবু হায়দার রনি করেন ৬ বলে ১৪ রান। এছাড়া দারবিশ রাসুলি ও মেহেদী হাসান মিরাজ ১৫ রান করে করেন।
সিলেটের হয়ে রুবেল মিয়া, তানজিম সাকিব ও রিচি টপলে দুটি করে উইকেট নেন।