প্রথম কোয়ালিফায়ারে রংপুর বিভাগের কাছে হেরে যাওয়ায় ফাইনাল খেলার পথে আরেকটা ধাপ অতিক্রম করতে হয় মেট্রোকে। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে রংপুর ও ঢাকা মেট্রো।
নাঈম শেখের ফিফটিতে (৫৭) আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে ঢাকা। জবাবে ১৭.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় খুলনা। নুরুল হাসান সোহান সর্বোচ্চ ২২ রান করেন।
মোসাদ্দেক তিনটি, মারুফ মৃধা ও রাকিবুল দুটি করে উইকেট নেন।