Last Updated:
মহিলা পরিচালিত এই দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গিয়েছে। শুরু হয়েছে প্যান্ডেল ও প্রতিমা গড়ার কাজ। সারা বছর ঘর-সংসার সামলে বছরের এই সময়টার দিকেই অধীর আগ্রহে তাকিয়ে থাকেন সবাই

মহিলাদের দুর্গাপুজো
পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। আর সেই উৎসবে মেয়েরাই বা বাদ থাকে কেন? তাই ঘর সংসার বা নিজের নিজের কর্মক্ষেত্র সামলে মা দুর্গার আরাধনায় মেতে ওঠেন। পাঁশকুড়ার মধুসূদন বাড় দশভূজা মহিলা কমিটির সদস্যরা গত কয়েক বছরের মত এই বছরও দুর্গা পুজোর আয়োজন করছেন। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি।
মহিলা পরিচালিত এই দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গিয়েছে। শুরু হয়েছে প্যান্ডেল ও প্রতিমা গড়ার কাজ। সারা বছর ঘর-সংসার সামলে বছরের এই সময়টার দিকেই অধীর আগ্রহে তাকিয়ে থাকেন পাঁশকুড়ার মধুসূদন বাড় এলাকার মহিলারা।
জেলার ছোট থেকে বড় বিভিন্ন পুজো কমিটি প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি মহিলা পরিচালিত দুর্গা পুজো হয়। পাঁশকুড়া সহ জেলার অন্যতম মহিলা পরিচালিত দুর্গাপুজো হিসাবে দৃষ্টান্ত স্থাপন করেছে পাঁশকুড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মধুসূদন বাড় দশভূজা মহিলা কমিটির দুর্গাপুজো। এই পুজো কমিটির সদস্যাদের তালিকায় রয়েছে বাড়ির গৃহিণী থেকে শুরু করে বাড়ির পরিচারিকা। সকলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই পুজোর আয়োজন করেন।
এখানে খুঁটিপুজো থেকে শুরু করে দশমীতে প্রতিমা বিসর্জন সবকিছুই মহিলাদের নেতৃত্বে হয়ে থাকে। মহিলা পরিচালিত এই দুর্গাপুজো এবার ১৫ বছরে পদার্পণ করল। এই পুজোর প্রতিমাও গড়েন মহিলারা। তাঁদের এবারের থিম হল, নারী শক্তিকে তুলে ধরা। এলাকার ১১ বছর বয়স পর্যন্ত সমস্ত মেয়েদের কুমারী রূপে পুজো করা হয় নবমীর দিন। পুজো কমিটির সম্পাদক জানান, প্রথম বছর তারা পাঁচজন মহিলা মিলে দুর্গাপুজোর সূচনা করেছিলেন। বর্তমানে সেই সংখ্যা বাড়তে বাড়তে ৫০ এসে দাঁড়িয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 16, 2025 8:21 PM IST