Last Updated:
ভারতে এসে তৈরি করা করা আধার, ভোটার কার্ড ও রেশন কার্ডগুলি একাধিক ঠিকানা থেকে তৈরি বলে দাবি পুলিশের। এগুলো ভুয়ো বলেই মনে করা হচ্ছে। ৮ অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।

অমিত সরকার ও রৌণক দত্ত চৌধুরী, কলকাতা: অবৈধ নথি সহ পুলিশের জালে ধরা পড়ল বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, পার্ক স্ট্রিট থানায় একটি মামলার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সোমবার বিকালে এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে গল্ফগ্রিন থানার অন্তর্গত বিক্রমগড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তল্লাশির সময় তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, রিজেন্ট এয়ারওয়েজ (বাংলাদেশ)-এর কর্মী পরিচয়পত্র, ঢাকার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, বিভিন্ন ঠিকানার একাধিক ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় , এইসব নথিপত্র বৈধ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং ভারতীয় পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে এবং আরও কেউ এই চক্রের সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ভারতে এসে তৈরি করা করা আধার, ভোটার কার্ড ও রেশন কার্ডগুলি একাধিক ঠিকানা থেকে তৈরি বলে দাবি পুলিশের। এগুলো ভুয়ো বলেই মনে করা হচ্ছে। ৮ অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।
পুলিশের কাছে একটি অভিযোগ এসেছিল এই যুবতীকে নিয়ে। বাংলাদেশি সন্দেহভাজন হিসেবে অভিযোগ আসে। অনুসন্ধান চালানো হয় পুলিশের তরফে। তাতে দেখা যায় যুবতীর বয়ানে একাধিক অসঙ্গতি। এরপর তল্লাশি চালাতেই বাংলাদেশি পাসপোর্ট, বোর্ড পরীক্ষার সার্টিফিকেট এগুলো উদ্ধার হয়। বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছেন বলে দাবি পুলিশের। কবে কোন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ? জানতে জেরা করা হচ্ছে যুবতীকে। ভারতীয় নথি দিয়ে পাসপোর্টের আবেদন করা হয়েছে কি না খোঁজ চলছে। ভারতীয় আধার ভোটার কার মাধ্যমে তৈরি হল তা জানারও চেষ্টা চলছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 30, 2025 9:24 PM IST