বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার দামলা মীরবাড়ি মসজিদসহ, রাঢ়িখাল শ্রীনগর ও সিরাজদিখানের সকল ইউনিয়নের মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।
তিনি তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শ্রীনগর-সিরাজদিখানের মানুষের প্রাণপ্রিয় নেতা মীর সরাফত আলী সপুর আরোগ্য কামনা করেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি জাহাঙ্গীর মাস্টার।
এতে আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, মুন্সিগঞ্জ জেলা জিয়া মঞ্চে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, সমবায় দলের সাধারণ সম্পাদক রিমন লস্কর, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায় সেলিম ভুইয়া, রাড়ৈইখাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারা মেম্বর, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক বাবু, জেলা যুবদলের সাবেক সদস্য মতি, জেলা সমবায় দলের প্রচার সম্পাদক সোহেল সানি, শ্রীনগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন টিপু, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম, কেইয়ান ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফায়সাল আলী প্রমুখ।
প্রসঙ্গত, চিকিৎসাগ্রহণে বিএনপি চেয়ারপার্সন বর্তমানে যুক্তরাজ্যে এবং মীর সরাফত আলী সপু বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।