খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ | চ্যানেল আই অনলাইন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এক মাসেরও বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ ১২ ফেব্রুয়ারি বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি বাংলা জানিয়েছে, মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। চিকিৎসকরা খালেদার জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় গিয়ে তাকে দেখে এসেছেন বলেও জানান ডা. জাহিদ।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ডা. জাহিদ আরও বলেন, সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্বাবধানে তার চিকিৎসা চলছে। মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেয়া হয় সেগুলো করানো হচ্ছে। ডাক্তারা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। উনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।

খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, এখানকার চিকিৎসকরা যেদিন উনাকে যাওয়ার পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থায় আছেন তখনি তিনি দেশে ফিরবেন।

Agontuk_300x300_Dakhun_OnLine

Scroll to Top