মোহালিতে সূর্যকুমার যাদবের দুর্দান্ত পারফর্ম্যান্সে পাঞ্জাব কিংসের বিপক্ষে দুইশ রানের কাছাকাছি স্কোর গড়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। রানতাড়ায় নেমে ১৪ রানে চার ব্যাটারকে হারিয়ে খাদের কিনারায় পৌঁছেছিল পাঞ্জাব। সেখান থেকে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ঝলকে জয়ের আশা জেগেছিল স্বাগতিকদের। তবে জাসপ্রীত বুমরাহ ও জেরাল্ড কোয়েটজির দাপুটে বোলিংয়ে হার মানতে হয়েছে পাঞ্জাবের।
মুলানপুরে মহারাজা যদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাবকে ৯ রানে হারিয়েছে মুম্বাই। টসে হেরে আগে ব্যাটে নেমে ৭ উইকেটে ১৯২ রানের সংগ্রহ গড়ে মুম্বাই। জবাবে নেমে ইনিংসের ৫ বল বাকি থাকতে ১৮৩ রানে গুটিয়ে যায় পাঞ্জাব।
সাত চার ও তিন ছক্কায় ৫৩ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন মুম্বাইয়ের সূর্যকুমার যাদব। দুই চার ও তিন ছয়ে ২৫ বলে ৩৬ করেছেন রোহিত শর্মা। শেষের দিকে ১৮ বলে ৩৪ রান করেন তিলক ভার্মা। তার অপরাজিত ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কার মার।
পাঞ্জাবের হার্শাল প্যাটেল তিনটি এবং অধিনায়ক স্যাম কারেন দুটি উইকেট নেন।

রানতাড়ায় নেমে টপঅর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর হাল ধরেন শশাঙ্ক সিং। দুটি চার ও তিন ছক্কায় ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন তিনি। মুম্বাই বোলারদের উপর তাণ্ডব চালিয়ে পাঞ্জাবকে জয়ের স্বপ্ন দেখান আশুতোষ শর্মা। ৭টি ছক্কা ও দুই চারে ২৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। জেরাল্ড কোয়েটজি বলে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দিয়ে আশুতোষ ফিরে গেলেও জয়ের সম্ভাবনা টিকে থাকে স্বাগতিকদের। তবে হারপ্রীত বার, হার্শাল প্যাটেল ও কাগিসো রাবাদা তা করতে ব্যর্থ হন।
শেষ ওভারে জয়ের জন্য ১১ রান দরকার ছিল পাঞ্জাবের। প্রথম দৌড়ে দুই নিতে গিয়ে রানআউট হন রাবাদা। আর সেখানেই গুটিয়ে যায় পাঞ্জাব।
মুম্বাইয়ের জেরাল্ড কোয়েটজি ও জাসপ্রীত বুমরাহ তিনটি করে উইকেট নেন।