খাজার প্রথম ডাবল, ইংলিশের সেঞ্চুরি, রানপাহাড়ে অস্ট্রেলিয়া | চ্যানেল আই অনলাইন

খাজার প্রথম ডাবল, ইংলিশের সেঞ্চুরি, রানপাহাড়ে অস্ট্রেলিয়া | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। বাঁহাতি ওপেনার উসমান খাজার প্রথম ডাবল সেঞ্চুরির পর অভিষেকে সেঞ্চুরি তুলে নিয়েছেন উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিশ। আগেরদিন অধিনায়ক স্টিভেন স্মিথের সেঞ্চুরি এদিন দেড়শ কাছে পৌঁছায়। সুবাদে ৬ উইকেট হারিয়ে ৬৫৪ রানে ইনিংস ঘোষণা করেছে সফরকারী দল।

দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাটে নেমে ম্যাথু কুহনেমানের ঘূর্ণিতে প্রথমে ফিরেছেন ওপেনার ওশেদা ফের্নান্দো। আরেক ওপেনার দিমুথ করুণারত্নেকে ফিরিয়েছেন মিচেল স্টার্ক। নাথান লায়নের বলে সাজঘরে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজও। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

তৃতীয় দিন সকালে ৭ উইকেট হাতে রেখে ফলোঅন এড়ানোর লক্ষ্যে নামবেন দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস। দুজনে ৯ ও ১৩ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা ৬১০ রানে পিছিয়ে আছে।

ক্যারিয়ারের ৭৯তম ম্যাচে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন খাজা। আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ১৯৫ রান। শ্রীলঙ্কায় এসে ২৩২ রানে থেমেছে তার ক্যারিয়ারসেরা ইনিংস। ৫০৩ মিনিট ক্রিজে থেকে ৩৫২ বল মোকাবেলা করেছেন ৩৮ বর্ষী খাজা।

GOVT

২৯ বছরে এসে অভিষেক ম্যাচে ৯০ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংল্যান্ডে জন্ম নেয়া ইংলিশ। সেঞ্চুরির মাধ্যমে এশিয়াতে অভিষেকে শতক করা তৃতীয় অজি হলেন ইংলিশ। তার আগে এশিয়াতে সেঞ্চুরি করেছিলেন সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ও শন মার্শ।

শ্রীলঙ্কায় তৃতীয় উইকেট জুটিতে গতকাল দ্বিতীয় সর্বোচ্চ রানের দেখা পেয়েছিল অস্ট্রেলিয়া। খাজা ও স্মিথের জুটিটি ১৯৫ রানে অবিচ্ছিন্ন ছিল। দ্বিতীয় দিন সকালে নেমে আরও ৭১ রান যোগ করে অ্যাডাম গিলক্রিস্ট ও ডেমিয়েন মার্টিনের সর্বোচ্চ ২০০ রানের অজি জুটির রেকর্ড ছাড়িয়ে যান তারা। জুটি থামে ২৬৬ রানে। স্মিথ ১৪১ রানে সাজঘরে ফেরেন।

প্রথমদিনের ৩৩০ রানের পর দ্বিতীয় দিনে আরও ৩২৪ রান যোগ করেছে অস্ট্রেলিয়া। সবমিলিয়ে ১৫৪ ওভার ব্যাট করেছে স্মিথের দল। যেখানে খাজা ও ইংলিশ ১৪৬ রানের আরেকটি জুটি গড়েন। অস্ট্রেলিয়ার পড়া ছয় উইকেটের তিনটি করে নিয়েছেন প্রবাথ জয়সূরিয়া ও জেফরি ভ্যানডার্সে।

Scroll to Top