খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় দায়িত্বে অবহেলা করেছে পুলিশ

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় দায়িত্বে অবহেলা করেছে পুলিশ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক নাসরিন সিরাজ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। সঞ্চালনা করেন হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রূপসী চাকমা। এ সময় গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ফেরদৌস আরা রুমী, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী তানিয়াহ মাহমুদা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি অমল ত্রিপুরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শুরুর আগে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গত ২৭ জুন রথযাত্রা পূজা উৎসব পালন করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওই শিক্ষার্থী। তাকে আটকে রেখে ভিডিও ধারণের পাশাপাশি হুমকিধমকি দেওয়া হয়। ১২ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে।

Scroll to Top