পরীক্ষা করতে গিয়ে মিকি মারা গেলেও সমস্যা নেই, মিকির নতুন ক্লোন বানিয়ে নেওয়া যাবে আবার। এভাবে মিকি ১৭ মারা যায়, এ জন্যই সিনেমার নাম ‘মিকি ১৭’। মূল উপন্যাসে মিকি মারা যায় সাতবার, বং জুন-হো তাঁকে আরও ১০ বার মেরেছেন! ট্রেলারেই দেখা যায়, সবাই যখন ধরে নিয়েছে মিকি আবার মারা গেছে, তখন তার নতুন ক্লোন তৈরি করা হয়। কিন্তু আগের মিকি মরে না, ফিরে এসে দেখে নতুন মিকি দিব্যি তাঁর বিছানায় শুয়ে আছে!
