‘সিতারে জামিন পার’ নিয়ে বেশ কয়েক দিন ধরেই আলোচনায় বলিউড সুপারস্টার আমির খান। ছবিটি মুক্তির পর থেকেই প্রশংসা কুড়িয়েছে। এবার সিনেমাটি ইউটিউবে মুক্তি পেতেই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল, যার জন্য দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন আমির খান নিজেই।
আমির খান আগেই ঘোষণা দিয়েছিলেন, তার এই ছবিটি প্রেক্ষাগৃহের পর কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে না। তবে ইউটিউবে দর্শকদের জন্য এটি উন্মুক্ত করা হবে। সেই ঘোষণা অনুযায়ী, গত ১ আগস্ট থেকে ভারতীয় ব্যবহারকারীরা ১০০ টাকার বিনিময়ে ছবিটি দেখতে পাচ্ছেন।
তবে মুক্তির কিছুক্ষণ পরই ঘটে বিপত্তি। আমির খান প্রোডাকশনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট দিয়ে ক্ষমা চাওয়া হয়। পোস্টে বলা হয়, ‘আমরা ক্ষমাপ্রার্থী। আমরা জানতে পেরেছি, অ্যাপল আইফোন ব্যবহারকারীদের ‘সিতারে জামিন পার’ দেখার জন্য ১৭৯ টাকা দিতে হচ্ছে, যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ১০০ টাকার চেয়ে অনেক বেশি। আমরা দ্রুত এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি।’
এই পোস্টের পরেই বিষয়টি সবার সামনে আসে। দেখা যায়, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ১০০ টাকায় ছবিটি দেখতে পেলেও আইফোন ব্যবহারকারীদের অতিরিক্ত ৭৯ টাকা বেশি খরচ করতে হচ্ছে।
যদিও এই সমস্যাটি কেন হচ্ছে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। তবে নেটিজেনদের ধারণা, অ্যাপল তাদের প্ল্যাটফর্মে প্রতিটি লেনদেনের জন্য অতিরিক্ত চার্জ কেটে নেয়। এই কারণে প্রোডাকশন হাউসের পক্ষে হয়তো এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না।
অনেকেই পরামর্শ দিচ্ছেন যারা আইফোন ব্যবহার করেন তারা অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো উপায়ে ছবিটি দেখতে পারেন। তবে এই ঘটনার কারণে আমির খানের প্রোডাকশন হাউস যে দর্শকদের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়েছে, তা প্রশংসা কুড়িয়েছে অনেকের।
‘সিতারে জামিন পার’ সিনেমাটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার ইউটিউবে মুক্তির পর তা আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হলো। তবে এই প্রযুক্তিগত ত্রুটির কারণে যে অপ্রত্যাশিত সমস্যার সৃষ্টি হলো, তা দ্রুত সমাধান হবে বলে আশা করছেন দর্শকরা।