আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে দলের মতোই সুষ্ঠুভাবে দেশও নিয়ন্ত্রণ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান।
শুক্রবার (২৫ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর আয়োজনে বিশেষ রুকন সম্মেলনে একথা বলেন তিনি।
ড. শফিকুর রহমান বলেন, গত ১৬ বছর যেভাবে হত্যা-হামলা-মামলা হয়েছে, আগামীতে তেমন আর দেখতে চাই না। আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে দলের মতো করে দেশকে নিয়ন্ত্রণ করবো। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণের জন্য। অন্য ধর্মের মানুষও এখন দলে দলে জামায়াতে যুক্ত হচ্ছে।
আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের সবটুকু দিয়ে তৈরি থাকার নির্দেশনা দিয়েছেন ড. শফিকুর রহমান।