মৌসুমে আগের দুই সাক্ষাতে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এবার কোপা ডেল রে’র ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। লড়াইয়ের নামার আগে এল ক্ল্যাসিকোর কথা ভুলে তরুণ বার্সাকে ম্যাচ উপভোগের পরামর্শই দিলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।
শনিবার কোপা ডেল রে’র ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেভিয়ার মাঠ দে লা কার্তুহা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে এল ক্ল্যাসিকো মহারণ।
এই মৌসুমের দুই এল ক্ল্যাসিকোতে বার্সার কাছে পাত্তা পায়নি রিয়াল। লা লিগায় গত অক্টোবরে বার্সা জিতেছে ৪-০ গোলে। তারপর সৌদি আরবে সুপার কাপের ফাইনালে বিধ্বস্ত হয়েছে ৫-২ গোলে। তারপরও নিজেদের ফেভারিট হিসেবে দেখতে নারাজ বার্সা কোচ। ফ্লিকের মতে, ‘আমাদের দলটা ভীষণ তরুণ, তাই উপভোগ করে খেলা উচিত। বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে এই ফাইনাল খেলা মানে দারুণ অভিজ্ঞতা।’
ফ্লিক মনে করেন ফাইনাল ম্যাচ একেবারেই ভিন্ন, ‘ফাইনাল মানেই ভিন্ন ব্যাপার। এখানে ফেভারিট কোনও বিষয় না। আমরা শিরোপার জন্য লড়াই করতে চাই।’
রিয়াল মাদ্রিদ অবশ্য চলতি মৌসুমে ভীষণ সংগ্রাম করছে। গতবার চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে এবার ছিটকে গেছে কোয়ার্টার ফাইনালে। লা লিগাতেও শীর্ষে থাকা বার্সার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে।